কর্ণফুলী নদী পথে পাচারকালে সেগুন কাঠ আটক

Published: 27 Aug 2022   Saturday   

কর্ণফুলী নদীপথে অবৈধ ভাবে পাচারকালে গত শুক্রবার গভীর রাতে ১শ` ঘনফুট সেগুন কাঠ আটক করেছে কাপ্তাইয়ের কর্ণফুলী বন রেঞ্জ কর্তৃপক্ষ। এসময় পাচার কাজে জড়িতরা সটকে পড়ে। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য ২ লাখ টাকা।

সংশ্লিষ্ট সূতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে বন কর্মীরা এ অভিযান চালায়। এসময় কর্ণফুলী নদীর প্রশান্তি পার্ক সংলগ্ন নদীর ওপার হতে অভিনব পন্থায় বাঁশের চালি আকারে পাচার করার সময় সেগুন গোলকাঠ ও রদ্দা মিলে ১শ` ঘনফুট কাঠ আটক করে। যার বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসাইন জানান, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে কাঠ গুলো আটক করি।তবে গাছের সাথে পাচারকাজে জড়িত কেউকে পাওয়া যায়নি।


উল্লেখ্য, গেল বুধবার একই এলাকা হতে ৪০ ঘনফুট কাঠ আটক করা হয় বলে জানান রেঞ্জ কর্মকর্তা। আটক গাছগুলো বন অফিস হেফাজতে রাখা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত