সাপছড়িতে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

Published: 16 Aug 2022   Tuesday   

মঙ্গলবার রাঙামাটির সাপছড়ি ইউনিয়নে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
সাপছড়ি ইউপি মিলনায়তনে পার্বত্য চট্টগ্রামে ``আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ` প্রকল্পের অধীন বেসরকারী উন্নয়ন সংস্থা ট্যংগা, প্রোগ্রেসিভ, উইভ ও হিল ফ্লাওয়ার`যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।  বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ট্যংগার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ডা. পরশ খীসার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন- সাপছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীণ চাকমা, সাপছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপিন বিকাশ চাকমা, ও নারী কার্বারি সুপঞ্জিতা চাকমা।
 
এতে বক্তব্য রাখেন দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি প্রান্ত রনি, স্বেচ্ছাসেবী সংগঠন উন্মেষের প্রতিনিধি বিদ্যুৎ চাকমা, যুবদা`র প্রতিনিধি প্রভাত কুসুম চাকমা, প্রকল্পের নারী মেন্টর প্রিয়ংকা চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উইভের নির্বাহী পরিচালক নাউ প্রু মারমা মেরী। 
 
বক্তারা বলেন, সমাজে যুবাদের ভূমিকা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুসংস্কার ও প্রচলিত মিথ ধারণাকে এড়িয়ে বিজ্ঞানসম্মত ও গুনগত স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে যুবাদের সমাজ নিয়ে ভাবতে হবে। রাঙামাটিতে `আমাদের জীবন আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ` প্রকল্পে পরিচালিত কিশোর-কিশোরী ক্লাবসমূহ মাধ্যমে প্রান্তিক নারী ও যুবতীদের স্বাস্থ্য সচেতনতায় অবদান রেখে আসছে।
 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত