জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়িতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির উদ্যোগে আলোচনা সভা

Published: 15 Aug 2022   Monday   

মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

 

সোমবার সকালে জেলা অবসর ভবনে আয়োজিত আলোচনায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির খাগড়াছড়ি জেলার চেয়ারম্যান প্রফেসর ড. সুধীন কুমার চাকমা।

 

এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) কেএম ইয়াসির অঅরাফাত। বিশেষ অতিথি ছিলেন সনাকের জেলা সভাপতি প্রফেসর বোধিসত্ত দেওয়ান। সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা নির্মল কুমার চাকমার সঞ্চালনায় বঙ্গবন্ধুর জীবনী নির্ভর স্বরচিত কবিতা পাঠ করেন সুব্রত পারিয়াল। বক্তব্য রাখেন সাবেক জেলা সমবায় কর্মকর্তা রত্ন কান্তি রোয়াজা।

 

আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

আলোচনা সভায় জাতির পিতাকে স্মরণ করে তাঁর আদর্শ সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহবান জানানো হয়। স্বাধীনতার চেতনা লালন করে উন্নত সমৃত জাতি গঠনে সবাইকে ভূমিকা অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

----হিলবিডি২৪/সম্পাদক/এ,ই

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত