রাঙামাটিতে জজ আদালতের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

Published: 15 Aug 2022   Monday   

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস সোমবার রাঙামাটি জেলা জজ আদালতের উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। 
 
দিবসটি পালন উপলক্ষে জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলামের নেতৃত্বে জেলার সকল পর্যায়ের বিচারকরা ভোর ৫.২৮ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করার মধ্যে দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু করেন।
 
পরে সকাল ১১টায় জেলা ও দায়রা জজের সভাপতিত্বে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের কনফারেন্স হলে এক শোক সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  এতে জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) এ ই এম ঈসমাইল, যুগ্ম জেলা জজ তাওহীদুল হক, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাহাব উদ্দীন, জেলা লিগ্যাল এইড অফিসার মো. জুনাইদসহ জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. মোখতার হোসেন ও আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. রফিক বক্তব্য রাখেন।  এছাড়া জেলা বিচার বিভাগের উদ্যোগে স্থানীয় আল আমিন এতিমখানায় এতিমদের দুপুরের খাবার পরিবেশন করা হয়।
 
সভায় বক্তারা বঙ্গবন্ধুর আর্দশকে নিজেদের জীবনের দিকনির্দেশনা হিসাবে নিয়ে সবাইকে জনগণের সেবা করার আহবান জানান। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত