খাগড়াছড়ি পার্বত্য জেলা`র পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজকে বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা দিয়েছেন খাগড়াছড়ি প্রেসক্লাব।বৃহস্পতিবার(১১আগস্ট)সকালে প্রেসক্লাবের হলরুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া`র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী পুলিশ সুপার মোঃ আবদুল আজিজ।
প্রধান অতিথি বক্তব্যে পুলিশ সুপার মোঃ আবদুল আজিজ বলেন, সাংবাদিক এবং পুলিশ এদেশের জনস্বার্থে অঙ্গাঙ্গীভাবে জড়িত। পুলিশ যদি সাংবাদিকদের এড়িয়ে চলে,তাহলে তারা নিজেরাই নিজেদের কাজে সফলতা অর্জন করতে পারবে না। পুলিশ এবং সাংবাদিক দেশের জন্য কাজ করে থাকে। সাংবাদিক এবং পুলিশের মধ্যে সুসম্পর্ক থাকতে হবে।
তিনি আরো বলেন আমি খাগড়াছড়িতে আনন্দের সহিত চাকরি করেছি। জেলা আইন শৃংখলা রক্ষা করার জন্য আপ্রান চেষ্টা করেছি। এ কাজে আমাকে সাংবাদিকরা যথেষ্ট সহযোগীতা করেছেন।
এ সময় অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন, খাগড়াছড়ি জেলার সিনিয়র সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য্য, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী , সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদ, এড জসিম উদ্দিন একুশে টিভি`র জেলা প্রতিনিধি চিংমেপ্রু মারমা,মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি কানন কুমার আচার্য্য।
পরে প্রেস ক্লাবের পক্ষ থেকে ক্রেট ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।
এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।
----হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই