খাগড়াছড়িতে আদিবাসী দিবসকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মানববন্ধন ও বিক্ষোভ

Published: 09 Aug 2022   Tuesday   

 

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে পক্ষে ও বিপক্ষে পাল্টাপাল্টি বিক্ষোভ, মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

আদিবাসী স্বীকৃতির দাবীতে মঙ্গলবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে পাহাড়ি বিভিন্ন সংগঠন মানববন্ধন পালন করেছে। বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদসহ কয়েকটি সংগঠনের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

 

চাইহ্লাপ্রু মারমার সভাপতিত্বে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন আদিবাসী ফোরামের জেলা সভাপতি চাইথোয়াই মারমা, নারী অধিকার নেত্রী নমিতা চাকমা, রিপ্রুচাই মারমা, সাথোয়াই প্রু চৌধুরী প্রমূখ।

 

বক্তারা সরকারের কাছে দ্রুত আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবী জানান।

 

এদিকে আদিবাসী দিবসের বিপক্ষে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কয়েকটি বাঙ্গালী সংগঠন। মঙ্গলবার সকালে শহরের শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর পদক্ষিন করে। পরে একই স্থানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা সভাপতি পৌর কাউন্সিলর প্রকৌশলী আব্দুল মজিদের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন মহিলা পরিষদ কেন্দ্রীয় সভানেত্রী সালমা আক্তার মৌ, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা সিনিয়র সহ-সভাপতি মাসুম রানা, হাসিনা বেগম, বেলাল হোসেন প্রমূখ।

 

বক্তারা বলেন, বাংলাদেশ সংবিধানের পরিপন্থী ও দেশ বিভক্তির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আদিবাসী শব্দের ব্যবহার করা হচ্ছে।


---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত