খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাথে ইউনিয়ন মাল্টি স্ট্যাকহোল্ডার প্লাটফর্ম (এমএসপি) এর সংযোগ কর্মশালায় বক্তারা বলেছেন, পাহাড়গুলো এখন ন্যাড়া হয়ে গেছে। পাহাড়, ঝিরি-ছড়ায় আগের মত মাছ ও শাকসবজি পাওয়া যায়না। ফলে পাহাড়ে বসবাসকারী মানুষের পুষ্টিকর খাবারের সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় খাদ্যাভাস পরিবর্তন করে বাড়ির আঙিনায় উৎপন্ন হওয়া ফলমূল, ডিম, দুধ খাওয়ার আহবান জানান তারা।
লিডারশীপ টু এনসিউর এডইকুয়েট নিউট্রিশন (লীন) এর উদ্যোগে সোমবার (৮ আগস্ট) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: বশিরুল হক ভূঞা। তার সঞ্চালনায় উম্মুক্ত আলোচনায় এমএসপি‘র অভিজ্ঞতা বিনিময় ককরা হয়।
লীনের জেলা টেকনিক্যাল সমন্বয়কারি হেপি দেওয়ানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা, এম এ জব্বার, সিভিল সার্জন ডা: মো. ছাবের, পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, জেলা সমাজ সেবা বিভাগের উপ- পরিচালক মো. মনিরুল ইসলাম, লীনের টেকনিক্যাল কোঅর্ডিনেটর ওবায়দুর রশিদ, সিনিয়র সাংবাদিক আবু দাউদ প্রমুখ।
কর্মশালায় ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারি, সুশীল সমাজে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই