দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে শনিবার সকাল থেকে রাঙামাটি শহরে অটোরিক্সা সিএনজিসহ বাস চলাচল রন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারন মানুষ।
জানা গেছে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারনে শনিবার সকাল থেকে রাঙামাটি-চট্টগ্রাম, রাঙামাটি-খাগড়াছড়ি ও রাঙামাটি-বান্দরবান রুটে যান চলাচল বন্ধ করে বাস চালকরা। এছাড়া শহরের একমাত্র গণ পরিবহন সিএনজিচালিত অটোরিকশা চলাচলও বন্ধ রাখা হয়। সকালের দিকে সিএনজি ভাড়া বেশী নেওয়ার কারণে শহরর ভেদভেদীসহ কয়েকটি এলাকায় চালক ও যাত্রীদের মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটেছে। শহরে গন পরিবহন সিএনজি চলাচল বন্ধ থাকায় গতকাল শহরের বনরুপার বাজার, কল্যাণপুর বাজার, রির্জাভ বাজার, আসামবন্তি ও তবলছড়ি বাজার সাপ্তাহিক হাট থাকায় ব্যবসায়ী থেকে বাজারে আসা সাধারন মানুষ পায়ে হেটে গনতব্যস্থলে পৌছাতে হয়েছে।
রাঙামাটি অটোরিক্স শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান বাবু জানান তেলের দাম বৃদ্ধি দাম বৃদ্ধি পাওয়ায় তাই সিএনজি অটোরক্সার ভাড়া বাড়ানোর দাবীতে শহরের সিএনজি চলাচল বন্ধ রয়েছে। তাদের দাবী আদায় না হওয়া পষর্ন্তসিএনজি চলাচল বন্ধ থাকবে।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, জানান, আজ রোববার ১১টার দিকে সিএনজি ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দকে নিয়ে সভা ডেকেছি। সভায় ভাড়া বৃদ্ধি বিষয়ে সিদ্ধান্ত হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.