বাঘাইহাট-মারিশ্যা সড়কে ভারী যান চলাচল বন্ধ

Published: 31 Jul 2022   Sunday   

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বাঘাইহাট-মারিশ্যা সড়কে পাহাড় ধসে পড়ায়  ভারী যান চলাচল বন্ধ রয়েছে। তবে হালকা যানবাহন সিএনজি অটোরিক্সা ও মোটর সাইকেল চলাচল করছে।  রোববার রাত ৮টার দিকে সড়কের দুই টিলা নামক এলাকায় এ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। 

 

জানা যায়, রোববার রাত ৮টার দিকে বাঘাইহাট-মারিশ্যা সড়কের উপর কোন বৃষ্টিপাত ছাড়াই পাহাড়ের উপর থেকে মাটি ধসে পড়ে রাস্তা ব্লক হয়ে যায়। খবর পেয়ে  স্থানীয় ও সেনাবাহিনীর সদস্যরা সড়কের কিছু মাটি সরিয়ে ফেলে। এতে  হালকা যানবাহন  মোটর-সাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। তবে আপাতত ভারী চলাচল বন্ধ রয়েছে।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, রোববার আনুমানিক রাত ৮টার দিকে বাঘাইহাট-মারিশ্যা সড়কের দুইটিলা এলাকায় বৃষ্টিবাদল ছাড়াই সড়কের উপর পাহাড়ের একটি অংশের মাটি ধসে পড়ে। পরে স্থানীয় ও সেনাবাহিনীর সদস্যরা সড়কের কিছু মাটি সরিয়ে হালকা যানবাহন চলাচলের সুযোগ করে দিয়েছে। আপাতত ভারী চলাচল বন্ধ রয়েছে।

 

তিনি  আরো জানান, রাত হয়ে যাওয়ার  কারণে পুরো সড়কের কাজ করা সম্ভব হচ্ছে না। সকালেই মাটি সরানোর কাজ শুরু হলেই সব ধরণের যান চলাচল করতে পারবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত