লোডশেডিং এবং জ্বালানী খাতে অব্যবস্থাপনা বিরুদ্ধে রাঙামাটিতে বিএনপির প্রতিবাদ

Published: 31 Jul 2022   Sunday   

সারাদেশে বিদ্যুতের লোডশেডিং এবং জ্বালানী খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে রোববার রাঙামাটিতে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ করেছে।


জেলা বিএনপির কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপুর সভাপতিত্বে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল। বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন প্রমুখ। এতে  জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা যোগদান করেন।



সমাবেশে বক্তারা অভিযোগ করে বনেন, কুইক রেন্টাল বিদ্যুতের মাধ্যমে ১৫ বছরে সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। লুটপাটের মাধ্যমে দেশ আজ শ্রীলঙ্কার চেয়ে খারাপের দিকে যাচ্ছে। এই লুটপাতের সরকারের পতন চান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত