প্রকৃতি ভিত্তিক সমাধানের মাধ্যমে জলবায়ু পরিবর্তনে মোকাবেলা ও দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ের সাথে বালুখালী ইউপির দুর্যেোগ ব্যবস্থাপনা কমিটির মধ্যে শনিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বালুখালী ইউপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বালুখালী ইউপি চেয়ারম্যান অমর কুমার চাকমা। বেসরকারী উন্নয়ন সংস্থার শান্তির আলোর নির্বাহী পরিচালক নিরুপম চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বালুখালী ইউপির সাবেক চেয়ারম্যান বিজয়গিরি চাকমা ও সাংবাদিক সত্রং চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনজিও কর্মী জ্যোতি বিকাশ চাকমা। এসময় অনুষ্ঠানে বালুখালী ইউপির মেম্বার ওদুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অপরিকল্পিতভাবে বন উজাড় হওয়ার কারণে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এতে প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন হচ্ছে। তাই জলবায়ু পরিবর্তনে ঝুকিপূর্ন মোকাবেলায় সবাইকে এগিয়ে এসে সচেতন হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বালুখালী ইউপির সাবেক চেয়ারম্যান বিজয়িগির চাকমা বলেনম গাছ. বাঁশ নির্বিচারে বন ঊজাড় করার কারণে আমরা জলবায়ু পরিবর্তনের সম্মুখীন হচ্ছি। ৩৫ বছর আগে কান্দে ছড়া পানি ছিল। কিন্তু সেই আগের মতো পানি নেই আর। প্রকৃতির সাথে পাহাড়ী মানুষের মধ্যে নীবিড় সম্পর্ক রয়েছে। তিনি আরো বলেন, জলবায়ু পরির্বতনের মোকাবেলায় আমাদের বিভিন্ন প্রজাতির গাছ রোপন করতে হবে। হয়তো আমরা জলবায়ু যে পরিবর্তন হয়েছে তার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে।
৬ বালু ইউপি চেযারম্যান অমর কুমার চাকম বলেন, জলবাযু পরিবর্তন পৃথিবী ব্যাপী
সমস্যা। জলবাযু পরিবর্তনের ফলে যে মানবিক বিপর্যয় দেখা দিচ্ছে তার জন্য আমরাই দায়ী। আমাদের আরো সচেতন হতে হবে। নতুন প্রজন্মকে সচেতন করতে হবে। পরিবেশের সমস্যা দেখা দেবে তার জন্য আমাদেরকে তা মোকাবেলা করে যেতে হবে। প্রকৃতিকে আমাদের আপন করে নিতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.