জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাঙামাটিতে র‌্যালী ও মাছের পোনা অবমুক্ত

Published: 25 Jul 2022   Monday   

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে  সোমবার রাঙামাটিতে র‌্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।


এ উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রæ চৌধুরী, জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ প্রমুখ।


এর আগে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে জেলা পরিষদ কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। এছাড়া মৎস্য সপ্তাহ উপলক্ষে কাপ্তাই হ্রদে মৎস্য পোনা অবমুক্ত করা ছাড়াও জেলে পরিবারের মাঝে চাউল ও  মাছের পোনা বিতরণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত