পাহাড়ে আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করতে এখনো নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে-দীপংকর তালুকদার

Published: 24 Jul 2022   Sunday   

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি পাহাড়ে আওয়ামীলীগ দলকে নিশ্চিহ্ন করতে এখনো নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে অভিযোগ করেছেন।

 

তিনি বলেন, আঞ্চলিক সংগঠনগুলো চায় না পাহাড়ে কেউ আওয়ামীলীগ করুক। তাই তারা একের পর এক আওয়ামীলীগের নেতাকর্মীদের হত্যা করছে। তাই পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার করা না হলে ভবিষ্যতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হওয়া কঠিন হয়ে পড়বে। তাই দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের প্রতি আবারো জোর তৎপরতা বাড়ানোর দরকার।


রোববার রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে জেলা কৃষক লীগের বর্ধিত সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আকতারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আকবর আলী চৌধুরী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রæ চৌধুরী, কেন্দ্রীয় কৃষকলীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এ্যাড. উম্মে হাবিবা, আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক আরমান চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য শান্তনা চাকমা, জাতীয় পরিষদ সদস্য নিশীথ বরন তালুকদার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষকলীগ জেলা কমিটির সাধারন সম্পাদক উদয় শংকর চাকমা। বর্ধিত সভায় উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

দীপংকর তালুকদার এমপি আরো বলেন, আওয়ামীলীগ সরকার মতায় আসার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদ নেতৃত্বের কারনে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে এবং সারাদেশে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। সরকারের উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার আহবান জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত