রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার নেতৃত্বে নব গঠিত ১৪ সদস্যদের মাঝে বিভিন্ন দপ্তরেরর দায়িত্ব বন্টন করা হয়েছে। পার্বত্য চুক্তি অনুযায়ী জেলা পরিষদের কাছে হস্তান্তরিত ২৫ টি সরকারী দপ্তরের মধ্যে গুরুত্বপুর্ন দপ্তরের মধ্যে স্বাস্থ্য বিভাগে হাজী মুছা মাতব্বর, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগে অংসুইপ্রু চৌধুরী এবং কৃষি বিভাগে জ্ঞানেন্দু বিকাশ চাকমাকে দায়িত্ব দেয়া হয়েছে।
সম্প্রতি জেলা পরিষদের এক স্মারক মূলে এ দায়িত্ব বন্টনের কথা উল্লেখ করা হয়েছে।
এ স্মারকে আরও উল্লেখ করা হয়, পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বরকে পরিবার পরিকল্পনা বিভাগ ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, অংসুই প্রু চৌধুরীকে বাজারফান্ড প্রশাসন, সাধন মনি চাকমাকে জেলা মৎস্য বিভাগ, থোইচিং মারমাকে বিএডিসি ও তুলা উন্নয়ন বোর্ড, জ্ঞানেন্দু বিকাশ চাকমাকে হর্টিকালচার সেন্টার, ত্রিদীপ কান্তি দাশকে সমবায় ও জেলা ক্রীড়া বিভাগ, জেবুন্নেছা রহিমক জেলা শিল্পকলা একাডেমী ও জেলা সরকারী গণগ্রন্থাগার, সান্তনা চাকমাকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউট ও বিসিক, মোঃ জানে আলমকে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, স্মৃতি বিকাশ ত্রিপুরাকে সমাজ কল্যাণ বিভাগ, রেমলিয়ানা পাংখোয়াকে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর (হাঁস মুরগী খামার ও পিগ ফার্মসহ), অমিত চাকমা (রাজু)-কে স্থানীয় পর্যটন (রাঙামাটি পর্যটন কমপ্লেক্স), চান মুনি তঞ্চঙ্গ্যাকে যুব উন্নয়ন অধিদপ্তর ও টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট এবং সুবীর কুমার চাকমাকে পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইনষ্টিটিউট ও নার্সিং ট্রেনিং ইনষ্টিটিউটের দায়িত্ব দেয়া হয়েছে।
স্মারকে বলা হয়েছে, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগ/কর্ম/কার্যালয়/পরিষদের পক্ষে সমন্বয়/তত্ত্বাবধানের নিমিত্তে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আইন ১৯৮৯ এর ২৭ ধারা অনুযায়ী বিভিন্ন বিষয় ভিত্তিক কমিটি গঠন ও বিভিন্ন প্রশিক্ষক বিষয়ে পরিষদের সদস্যরা স্ব-স্ব দায়িত্ব পালন করে যাবেন।
এদিকে, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের দরপত্র ও সুষ্ঠূ প্রস্তাব উন্মুক্ত করণ কমিটির ৪ সদস্যে কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে সদস্য হাজী মুছা মাতব্বর, সদস্য অংসুই প্রু চৌধুরী, সদস্য মুখ্য নির্বাহী কর্মকর্তা ও সদস্য সচিব নির্বাহী প্রকৌশলী। এছাড়া দরপত্র ও প্রস্তাব মূল্যায়ন কমিটির ৪ সদস্যের মধ্যে সভাপতি হাজী মুছা মাতব্বর, সদস্য অংসুই প্রচৌধুরী, সদস্য হিসেবে পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী এলজিইডি/প্রতিনিধি/নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রতিনিধি এবং পরিষদের সদস্য সচিব নির্বাহী প্রকৌশলীকে এ কমিটির দায়িত্ব পালন করবেন। পরিষদের শুল্কফাঁড়ি ব্যবস্থাপনা কমিটির ৬ সদস্যের মধ্যে সভাপতির দায়িত্ব পালন করবেন পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী, সদস্য হাজী মুছা মাতব্বর, সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য সচিব পরিষদের নির্বাহী কর্মকর্তা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.