নড়াইলসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

Published: 23 Jul 2022   Saturday   

নড়াইলে হিন্দু বাড়িঘরে হামলা, মঠ মন্দির ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে শনিবার খাগড়াছড়িতে মানববন্ধন  কর্মসূচি পালিত হয়েছে।


খাগড়াছড়ি প্রেস কাবের সামনে খাগড়াছড়ি নাগরিক মঞ্চের উদ্যোগে আয়োজিত মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর বোধিসত্ত্ দেওয়ান। সাংবাদিক আবু দাউদ এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন সাবেক জেলা মাধ্যমিক কর্মকর্তা সাধন কুমার চাকমা, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা সফিকুল ইসলাম, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা আহবায়ক সজল বরণ সেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, নারী অধিকার নেত্রী শাপলা দেবী ত্রিপুরা, শ্রী শ্রী লী নারায়ন মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল দেব, সাংবাদিক আজিম উল হক, কর্মসূচির অন্যতম উদ্যোক্তা অপু দত্ত। মানববন্ধনে সকল ধর্ম ও বর্ণের প্রতিনিধিরা অংশ নেন।


বক্তারা নড়াইলসহ বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা নির্যাতন এবং মন্দির ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, রাষ্ট্রের নিজস্ব কোন ধর্ম থাকতে পারেনা, প্রকৃত বিচার করাই রাষ্ট্রের একমাত্র ধর্ম। কারণ রাষ্ট্রের নিজস্ব ধর্ম থাকলে পপাতিত্ব হবার আশংকা থাকে। তারা দেশের সকল সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত