খাগড়াছড়িতে জাতীয় মৎস সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন

Published: 23 Jul 2022   Saturday   

জাতীয় মৎস সপ্তাহ উদযাপন উপলক্ষে শনিবার খাগড়াড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


"নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে খাগড়াছড়ি জেলা মৎস কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস কর্মকর্তা ড. মঈন উদ্দিন আহমদ। মত বিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা ড, মঈন উদ্দিন আহমদ জানান, প্রতিবছরের ন্যায় সারাদেশসহ খাগড়াছড়িতেও সপ্তাহব্যাপী জাতীয় মৎস সপ্তাহ উদযাপন করা হবে।


এ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, সফল মৎস্য চাষীদের পুরস্কার বিতরণ ও মাছ বাজারে মোবাইল কোট পরিচালনা ও ফোনা অবমুক্ত করণসহ নানান কর্মসূচী হাতে নেয়া হয়েছে।  

এ সময় উপস্থিত ছিলেন প্রেস কাবের সভাপতি জিতেন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী,সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ নুরুল আজম, ,জেলা মৎস অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুরত কুমার ত্রিপুরাসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত