জানা গেছে,পাহাড়ের মাটি কেটে দোকান ভরাট করায় মঙ্গলবার বিকালে মহালছড়ি বাজারের ব্যবসায়ী আব্দুর রশিদকে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবায়দা আক্তার। এতে অনাদায়ে তাকে ৭দিনের কারাদন্ড দেন।
এদিকে ঘটনার প্রতিবাদে বাজার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহারের দাবী জানিয়ে বুধবার সকাল থেকে মহালছড়ি বাজারের সকল প্রকার দোকানপাট বন্ধ করে দেন। এতে করে ফার্মেসী দোকান থেকে সকল দোকানপাট বন্ধ থাকায় সাধারন মানুষ বিপাকে পড়েছন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কয়েকবার মুঠোফোনে করেও তিনি কল রিসিভ করেননি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.