পুলিশ জানায়, বুধবার বিকাল আনুমানিক ৪টার দিকে শহরের বাস টার্মিনাল এলাকায় খাগড়াছড়িতে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন ভোট দেয়াকে ঘিরে শ্রমিকদের মধ্যে বাদানুবাদ দেখা দেয়। এতে পুলিশ তা নিয়ন্ত্রনের চেষ্টা করলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ-শ্রমিক সংঘর্ষে রূপ নেয়। শ্রমিকরা ভাংচুর ও অগ্নিসংযোগ চালায়। এসময় পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য বেপরোয়া লাঠিপেটা করে এবং ২ রাউন্ড রাবার বুলেট ও গ্যাস গান ছুড়ে। এসময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে সাংবাদিকদের উপর শ্রমিকরা হামলা করে।
সংঘর্ষে ১৮জন শ্রমিক ও ২ পুলিশ সদস্য আহত হয়। পরে তাদেরকে উদ্বার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত আলাউদ্দিন (৩২) কে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি জানান খাগড়াছড়িতে শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২০ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে আলাউদ্দিন নামে একজন শ্রমিক চোখে আঘাত পাওয়া উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরন করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি আরিফুর রহমান জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। এই ঘটনায় ২জনকে জিজ্ঞাসাবাদের জন্য ২জন আটক করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.