কোন করারোপ ছাড়াই খাগড়াছড়ি পৌরসভার ২০২২-২০২৩অর্থ বছরের ৭৮কোটি ৫৭লাখ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী এই উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।
২০২২-২০২৩ অর্থ বছরের বাজেটে ব্যয় বেতন ও অন্যান্য, যানবাহন,টেলিফোন বিল,বিদ্যুৎ,সংস্থাপন ব্যয়,শিক্ষা ব্যয়,কর আদায় খরচ,বৃক্ষরোপন ও রক্ষণাবেক্ষণ, দিবস,উদযাপন,খেলাধুলা,সাংস্কৃতিক,সাহায্য-সহযোগিতা,স্বাস্থ্য ও পয়:প্রণালী, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি ত্রাণ,পানি শাখার ব্যয়,উন্নয়ন ও প্রকল্প ব্যয়,মূলধন বাবদ ব্যয় ধরা হয়েছে ৫৮কোটি ২৮লাখ ৮৪হাজার ৬`শ ৭৪ টাকা এবং সমাপনী স্থিতি ধরা হয়েছে ২০কোটি ২৮লাখ ১৯হাজার টাকা।
পৌরসভার সম্মেলন কক্ষে উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের জেলা আহ্বায়ক তপন কান্তি দে,লক্ষী নারায়ন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল দেব,জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জসীম উদ্দিন,খাগড়াছড়ি পৌরসভার নির্বাহী কর্মকর্তা পারভীন আক্তার খন্দকার,সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট সমাজসেবক তরুণ কুমার ভট্টাচার্য্য,খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মোঃ শাহ আলম,পৌর কাউন্সিলর অতীশ চাকমা,পৌর কাউন্সির বাচ্চু মনি চাকমা,পৌর সভার অন্যান্য কাউন্সিলর ও সাংবাদিকরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাত তালুকদার।
উন্মুক্ত বাজেট ঘোষণাকালে পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন,সরকারের রুপকল্প ২০২১থেকে ২০৪১সাল বাস্তবায়ন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাকে বাস্তবে রুপান্তরের জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি খাগড়াছড়ি পৌরসভাকে আরো আধুনিক নান্দনিক,জনবান্ধব পৌরসভা হিসেবে রুপান্তর করার লক্ষে পৌর এলাকার সকল নাগরিকদের সর্বাত্মক অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.