রাঙামাটিত সনাতন যুব পরিষদের বিক্ষোভ সমাবেশ

Published: 18 Jul 2022   Monday   

সারাদেশে অব্যাহত সাম্প্রদায়িক সন্ত্রাস ও নড়াইলে হিন্দু বাড়িতে হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে সোমবার রাঙামাটি শহরে বিক্ষোভ সমাবেশ করেছে সনাতন যুব পরিষদ। 

 

জেলা প্রশাসন কার্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সনাতন যুব পরিষদের জেলা শাখার সভাপতি অজিত শীল। বক্তব্য দেন রুপসী দাশ গুপ্তা, নির্মল চক্রবর্তী প্রমুখ। এর আগে রাঙামাটি পৌরসভা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

 

এদিকে সমাবেশ চলাকালে সড়ক অবরোধের কারণে সমাবেশস্থলের দুই পাশেই গাড়ির সারির সৃষ্টি হয়৷ পরে নেতাকর্মী ও উপস্থিত সমাবেশকারীদের মধ্যেই সড়কে যান চলাচল স্বাভাবিক করা নিয়ে কয়েকবার ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে পুলিশের অনুরোধ সমাবেশকারীরা হালকা যান চলাচল করতে দেয়। এছাড়া চট্টগ্রাম থেকে রাঙামাটি আসা একটি বাসকে জায়গা করে দেয়া নিয়ে বাস চালক ও সমাবেশেরকারীরা বাকবিতন্ডায় জড়ায়৷ এতে বিক্ষুব্ধরা বাসের গ্লাস ভেঙে দেয়। রাঙামাটির কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান, বাসের গ্লাস ভাঙচুরের ঘটনার সঙ্গে কারা জড়িত পুলিশ তদন্ত করে দেখছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত