মহালছড়িতে ঘরে আগুন, পাল্টাপাল্টি অভিযোগ

Published: 05 Jul 2022   Tuesday   

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দক্ষিন জয়সেনপাড়ায় আনুমানিক ২০ থেকে ২২টি ছিন্নমুল ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে অজ্ঞাতনামা দুর্বত্তরা। মঙ্গলবার সকালে (সাড়ে ৮ টায়) একদল লোক এসে পাহাড়িদের এসব ঘরে আগুন দেয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে গিয়ে আইন শৃংখলাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।


ক্ষতিগ্রস্থ পাহাড়িরা দাবী করেছেন, আশপাশের বাঙ্গালীরা দলেবলে এসে পাহাড়িদের বাড়ি ঘরে আগুন দিয়েছে। তবে বাঙ্গালীদের দাবী, কিছু পাহাড়ি লোক বাঙ্গালীদের রেকর্ডীয় জমিতে অন্যায়ভাবে ঘর তুলেছে। তারাই নিজেদের ঘরে আগুন দিয়ে বাঙ্গালীদের ওপর দায় চাপানোর অপচেষ্টা করছেন।


মাইসছড়ি ইউনিয়ন পরিষদের ৩ ওয়ার্ডের সদস্য বিমল চাকমা জানান, বিতর্কিত পাহাড়ের দখল নিয়ে স্থানীয় পাহাড়ি ও বাঙ্গালীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তবে, মঙ্গলবার সকালে কিছু লোক বিনা উস্কানীতে বেশ কয়েকটি পাহাড়ি ঘরবাড়িতে হামলা চালায় ও আগুন দেয়। এতে ২ জন পাহাড়ি ও ৩ জন বাঙ্গালী আহত হন। তবে কতটি ঘর পুড়েছে তা সুনির্দিষ্ট করে জানাতে পারেননি তিনি।


এদিকে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ হারুন অর রশীদ জানান, মহালছড়ির ইউএনও জোবাইদা আক্তারসহ তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সব পক্ষকে শান্ত থাকার আহবান জানানো হয়েছে। জমির দাবীদার সব পক্ষকে তাদের বৈধ কাগজপত্র নিয়ে উপজেলা পরিষদে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত