লংগদুতে গলাকাটা এক পাড়া কর্মী নারীর লাশ উদ্ধার

Published: 03 Jul 2022   Sunday   

রোববার রাঙামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের ইয়ারংছড়ি এলাকার দক্ষিণ উল্টোছড়ি গ্রামের একটি বাড়ী থেকে ফেন্সি চাকমা(৩৫)  নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম । তিনি ইউনিসেফ পরিচালিত পাড়া কেন্দ্রের পাড়া কর্মী।


স্থাণীয় সূত্রে জানা যায়,  রোববার সকালের দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ আটারকছড়া ইউনিয়নের ইয়ারংছড়ি এলাকার দক্ষিণ উল্টোছড়ি গ্রাম থেকে একটি বাড়ী থেকে ফেন্সি চাকমার গলাকাট লাশ উদ্ধার করে পুলিশ। মরদেহটি মাথাটি বিচ্ছিন্ন অবস্থায় পড়েছিল মাটিতে।   নিহত ফেন্সি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড (সিএইচটিডিবি) বাস্তবায়িত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই সামাজিক সেবাপ্রদান প্রকল্পের দণি উল্টাছড়ির কর্মী ছিলেন।  তিনি বাড়ীতে একাই থাকতেন। ফেন্সী চাকমার বাড়ী রাঙামাটি জেলা সদরের বন্দুকভাঙা ইউনিয়নে। তার বাবার নাম দেবদাশ চাকমা ও মাতার নাম স্বর্ণলতা চাকমা।


পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই সামাজিক সেবাপ্রদান প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর শুভাশীষ তালুকদার ঘটনার নিশ্চিত করে জানান, লংগদু উপজেলার সহকারী প্রকল্প ব্যবস্থাপক পূর্ণ মঙ্গল চাকমা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।


আটারকছড়া ইউপি চেয়ারম্যান অজয় মিএ চাকমা জানান, খবর পেয়ে পুলিশ নিহতর লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।  কি কারণে বা কারা তাকে হত্যা করতে পারে তা জানা যায়নি।


লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডর বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।  
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.


উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত