বিলাইছড়িতে হেডম্যান ও কার্বারী সম্মেলন

Published: 30 Jun 2022   Thursday   

বৃহস্পতিবার (৩০ জুন)  বিলাইছড়িতে সেনা জোনের আয়োজনে হেডম্যান ও কার্বারীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
 
 বিলাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি সেনাজোনের (৬ বীর) জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ ইসরাত হোসেন পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি  জোনের নতুন দায়িত্ব গ্রহণকারী (৩২ বীর) জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আহসান হাবীব রাজিব পিপিএম, পিএসসি, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা নির্বাহী  কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, বিলাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আবুল কাশেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর  ও সিএইচটি নেটওয়ার্ক  ও হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা প্রমূখ।
 
এ সময় জোন কমাণ্ডার সকল হেডম্যান ও কার্বারীদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি জোনের আওতাধীন এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা  পরিস্থিতি সম্পর্কে অবগত হন। হেডম্যান ও কার্বারীরা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা ও এলাকার বিভিন্ন সমস্যার বিষয়ে তাদের অভিব্যক্তি উপস্থাপন করেন।  সম্মেলন শেষে উপস্থিত সকলের মাঝে সেনাজোন থেকে প্রত্যেককে ছাতা  বিতরণ করা হয়।
 
জোন কমান্ডার  লেঃ কর্ণেল মোঃ আহসান হাবীব রাজিব হেডম্যান ও কার্বারীদের উদ্দেশ্যে বলেন, পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তি, সম্প্রতি ও উন্নয়নের লক্ষে একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, বিলাইছড়ি জোন দায়িত্বপূর্ণ এলাকা শান্তি ও সম্প্রতি উন্নয়নে বদ্ধ পরিকর। হেডম্যান ও কার্বারী তাদের এলাকার সঠিক  পরিস্থিতির সম্পর্কে তথ্য দিয়ে সহযোগীতা দিলে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর যথা সময়ে  যথাযথ ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 
 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত