রাঙামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া কর্মীদের নিয়ে পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের কর্মশালা

Published: 18 Apr 2015   Saturday   

পরিকল্পিত পরিবার গঠন, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী পরিচর্যা ও শিশুর যত্ন বিষয়ক গতকাল শনিবার রাঙামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া কর্মীদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়।

 

স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর উন্নয়ন কর্মসূচীর আওতায় পরিবার পরিকল্পনা বিভাগের আইইএম ইউনিটের উদ্যোগে এবং জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ব্যবস্থাপনায় রাঙামাটি মারী স্টেডিয়াম সন্মেলন কক্ষে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফীন। পরিবার পরিকল্পনা অধিদপ্তর রাঙামাটির উপ-পরিচালক বেগম সাহান ওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা.স্নেহ কান্তি চাকমা। বক্তব্যে রাখেন আইইসি প্ল্যানভুক্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা গোলাম ফারুক, রাঙামাটির মাতৃমঙ্গল ক্লিনিকের পরিচালক ডা.লেলিন তালুকদার, মেডিকেল অফিসার ডা.বেবী ত্রিপুরা,রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল,দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ারুল আল হক।

 

কর্মশালায় বলা হয়, ইউনিয়ন থেকে শুরু করে জেলা পর্যায়ের প্রতিটি ধাপে পরিবার পরিকল্পনা গ্রহনের  মাধ্যমে সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে বিনামূল্যে সেবা কার্যক্রম পরিচালনাসহ কিভাবে এ বিষয়ে জনসাধারনের মাঝে গণমাধ্যমের মাধ্যমে ব্যাপকভাবে গণসচেতনতা  সৃষ্টি করা যায় তার  লক্ষে এ কর্মশালার অায়োজন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত