রাঙামাটির বাঘাইছড়ি কাচালং নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ভেসে গিয়ে দুই জনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, জানা গেছে, বুধবার মাচালং ও রুপকারী ইউনয়িনরে গোলাছড়ি এলাকায় বন্যায় খড়োস্রোতা কাচালং নদীতে মাছ ধরতে ধরতে যান সুখর চাকমা(৩২) ও চিরজ্যোতি চাকমা(৪২)। মাছ ধরার এক পর্যায়ে কাচালং নদীর খোর¯্রােতা নদীর পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার সারাদিন খোজাখোজির পরও তাদের মরদেহ উদ্ধার করতে পারেনি। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে রুপকারী বিজয় ঘাট এলাকায় সুখর চাকমা ও গোলাছড়ি এলাকায় চিরজ্যোতি চাকমার মরদেহ ভেসে উঠে। পরে স্থানীয়দরে সহায়তায় তাদরে মরদহে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মারশ্যিা ইউনয়িন পরিষদ চেয়ারম্যান আপন চাকমা ও সাজকে ইউনয়িন পরিষদের সচিব ফাল্গুন চক্রর্বতী ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী র্কমর্কতা রোমানা আক্তার জানান, নদীতে মাছ ধরতে গিয়ে মারা যাওয়ার বিষয়টি দুঃখজনক। জেলা প্রশাসনরে পক্ষ থেকে মৃত দুই পরবিারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। তিনি আরো জানান, স্থানীয় ইউনয়িন রিষদ চেয়ারম্যানদের মাধ্যমে লোকজনকে সচেতন ও সর্তক করা হয়েছে আর যাতে এমন আর অনাকাংখিত ঘটনা না ঘটে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.