স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সমবেত প্রার্থনা ও খাবার বিতরন

Published: 21 Jun 2022   Tuesday   

স্বপ্নের পদ্মা সেতু  উদ্বোধন উপলক্ষে খাগড়াছড়িতে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতু বিভাগের সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য-দীর্ঘায়ু কামনায় সমবেত প্রার্থনা এবং খাবার বিতরণ করা হয়েছে।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগীতায় মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সদরের পান খাইয়া পাড়াস্থ ধর্মরাজিক বৌদ্ধ বিহারের হলরুমে  এ সভার আয়োজন করা হয়। 
 
অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক ছিলেন ধর্মরাজিক বৌদ্ধ বিহারের বিহারধ্যাক্ষ প্রজ্ঞাবংশ মহাথের ভান্তে। অনুষ্ঠানে স্বপ্নের পদ্মা সেতু উপলক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনাসহ সকলের সুস্বাস্থ্য- দীর্ঘায়ু  ও বন্যাসহ সকল প্রাকৃতিক দুর্যোগ  থেকে মুক্তির জন্য মঙ্গল কামনা করে, স্বপ্নের সেতু যেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা সুন্দর ভাবে উদ্ভোধন করতে পারেন সে জন্য সমবেত প্রার্থনা করা হয়। 
 
এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নে সদস্য মংসাপ্রু মারমা, রূপায়ন তালুকদার, রিপন সরকার ও শংকর চৌধুরী।
অনুষ্ঠানে এলাকার বৌদ্ধ ধর্মালম্বী নর- নারীরা উপস্থিত ছিলেন। আগামী ২৪ জুন পর্যন্ত মসজিদ, মন্দির, এতিমখানাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জেলা প্রশাসনের সহযোগীতায় এ কর্মসূচী পালন করবে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন।
 
---হিলবিডি২৪/সম্পাদক/এ,ই

 

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত