প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে বিলাইছড়িতে কর্মশালা

Published: 20 Jun 2022   Monday   

সোমবার  বিলাইছড়ি  উপজেলায় প্রধানন্ত্রীর ১০ টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 
প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ভার্চুয়ালী প্রধান অতিথি  হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালা উদ্বোধন করেন। 
 
প্রধান অতিথির বক্তব্যে তিনি  বলেন, সকলের মতামতের ভিত্তিতে সমস্যা চিহ্নিত করা হলে রাষ্ট্রীয়ভাবে পরিকল্পনা গ্রহণে কার্যকর ভুমিকা রাখবে।
 
এ সময় কর্মশালায়  উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর, বীর মুক্তি যোদ্ধা শাক্য প্রিয় বড়ুয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি, এনজিও প্রতিনিধি   ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
 
কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগের বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন  উপজেলা নির্বাহী অফিসার। এতে ১০ টি গ্রুপে ভাগ হয়ে সমস্যা চিহ্নিত  ও পরিকল্পনা বাস্তবায়নের   তথ্য তুলে ধরা হয়। 
 
উদ্যোগ গুলো হলো পল্লী সঞ্চয় ব্যাংক,আশ্রয়ণ প্রকল্প,ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচী,নারীর ক্ষমতায়ন,সবার জন্য বিদ্যুৎ,কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, সামাজিক নিরাপত্তা, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা। ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মূলতঃ এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.


উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত