তথ্য অধিকার আইন বিষয়ে রাঙামাটি জেলা পরিষ;েদর প্রশিক্ষণ কর্মশালা

Published: 20 Jun 2022   Monday   

তথ্য অধিকার আইন বিষয়ে সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পরিষদের এনেক্স ভবনে অ প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রæ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন পরিষদের নিবাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। প্রশিক্ষণে জেলা পরিষদ এবং বাজারফান্ডের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


উদ্বোধনী বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বলেন, সরকারি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে কাজের গুণগত মান নিশ্চিত হয়। তথ্যের অবাধ প্রবাহের যুগে সরকারি সেবা জনগণ ঠিকমত পাচ্ছে কিনা এটা নির্ধারণে তথ্য অধিকার আইন বিশেষ ভূমিকা পালন করতে পারে।


তিনি আরো বলেন, ধারণা না থাকলে গুরুত্ব থাকেনা। আগে জানতে হবে বুঝতে হবে সে অনুসারে কাজ করতে হবে। সঠিক তথ্যের গুরুত্ব দিতে হবে এবং তথ্য দিয়ে সহায়তা করতে হবে। বর্তমান যুগে অনেক কিছু জানার ও শিখার আছে। ২০০৯ সালে প্রণীত এই তথ্য অধিকার আইনের মাধ্যমে সরকারি ও বেসরকারি যেকোন কাজের জবাবদিহিতা এবং কাজের স্বচ্ছতা সর্ম্পকে তথ্য সংগ্রহ করা যায়। যার ফলে কাজের গুণগত মান ঠিক থাকে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত