শুক্রবার রাঙামাটিতে মানবিক সহায়তা হিসেবে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যর অনুকুলে বরাদ্দকৃত অসহায় ও দুঃস্থ পরিবারের ৩শ জন নারীকে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।
জেলা আওয়ামীলীগ কার্যালয়ের এসব খাবার সামগ্রী বিতরণ করেন তিন পার্বত্য জেলার সংরতি মহিলা আসনের সাংসদ বাসন্তী চাকমা। বিতরণকালে এসময় রাঙামাটি মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহিতা দেওয়ান ও রিপা চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অসহায় ও দুঃস্থ পরিবারের ৩শ জন পাহাড়ী-বাঙালী নারীকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যর অনুকুলে বরাদ্দকৃত সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে বাসন্তী চাকমা এমপি বলেন, সরকারের সহায়তা তৃণমুল পর্যায়ে পৌঁছে দিতে আমরা কাজ করছি। সরকার চাই না পাহাড়ের মানুষ আর পিছিয়ে থাকুক। তিনি পাহাড়ে সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.