বাঘাইছড়ি পৌর সভার মেয়র পদে বিজয়ী জমির হোসেন জমির

Published: 15 Jun 2022   Wednesday   

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জমির হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।


বুধবার সন্ধ্যায় বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষনা দেন।


বাঘাইছড়ি পৌর সভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ প্রার্থী মোঃ জমির হোসেন জমির ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী রহমত উল্লাহ খাজা প্রতিদ্বন্ধিতা করেন। প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এর পদ্ধতিতে  সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্ষন্ত ভোট গ্রহন সম্পন্ন হয়। ভোটের গননা শেষে বাঘাইছড়ি পৌরসভা রিটানিং অফিসার সাইদুর রহমা বেসরকারীভাবে মেয়র পদে বিজয়ীর নাম ঘোষনা দেন। এতে বেসরকারীভাবে মেয়র পদে বিজয়ী আওয়ামী লীগ  প্রার্থী মোঃ জমির হোসেন জমির পেয়েছেন ৬হাজার ৮৪ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী রহমত উল্লাহ খাজা পেয়েছেন ২২শ’ ৮১ ভোট।  ৯টি ওয়ার্ডে দুই মেয়র প্রার্থী ৮ হাজার ৩৬৫টি বৈধ ভোট পেয়েছেন। এর মধ্যে ৪১ ভোট বাতিল হয়েছে। শতকরা ভোট গ্রহণ হয়েছে ৭৫ ভাগ।


এছাড়া বাঘাইছড়ি পৌর সভায় সাধারণ কাউন্সিলর প্রার্থী হিসেবে ২৪ জন ও সংরতি মহিলা কাউন্সিল পদে ৮ জনসহ মোট ৩২ জন প্রার্থী জন প্রতিদ্বন্ধি¦তা  হয়েছে। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা হচ্ছে ১১ হাজার ১৭১ জন(পুরুষ ৫৮২০, মহিলা ৫৩৫১ জন)।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত