পাহাড়ে সকল সম্প্রদায়ের মাঝে ঐক্যের বন্ধন সৃষ্টি করতে হবে--কুজেন্দ্র লাল ত্রিপুরাএমপি

Published: 18 Apr 2015   Saturday   

খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, পাহাড়ে সকল সম্প্রদায়ের মাঝে ঐক্যের বন্ধন সৃষ্টির মাধ্যমে বর্তমান সরকারের লক্ষ্যকে প্রতিষ্ঠিত করতে সকলকে একযোগে কাজ করে যেতে হবে। অন্যথায় পার্বত্য জন মানুষের আর্থ-সামাজিক ও সম্প্রীতি উন্নয়নের গতিতে ব্যাঘাত ঘটবে। কারণ সু-সম্পর্ক ও বাস্তবিক চিন্তা-চেতনাকে সম্মুন্নত রেখে কাজ করতে না পারলে দেশ ও জাতির উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে।

 

শনিবার খাগড়াছড়ি জেলার গুইমারা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বেকার যুব মহিলারে আত্ম-সামাজিক উন্নয়নের লক্ষে প্রশিক্ষার্থীদের মাঝে সনদ-সেলাই মেশিনসহ প্রান্তিক চাষিদের সেচ পাম্প বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেমং মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, গুইমারা রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মো: তোফায়েল আহম্মদ পিএসসি, সিন্ধুকছড়ি জোন কমান্ডার লে: কর্নেল রাব্বী আহসান পিএসপি, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব জাহেদুল আলম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বকাউল, গুইমারা থানা আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দ,প্রান্তিক চাষীরা অনুষ্ঠানে অংশ নেয়।

 

এ সময় প্রশিক্ষনর্থীদের মাঝে সার্টিফিকেটসহ এডিপি ও এলজিএসপির অর্থায়নে ২০টি সেলাই মেশিন, প্রান্তিক চাষিদের মধ্যে ১০টি পাম্প, ৬টি ফুট পাম্প ও ৩টি সোলার বিতরন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত