কাপ্তাই উপজেলার মধ্য দিয়ে রাঙামাটিতে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু

Published: 02 Jun 2022   Thursday   

ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ উপলক্ষে কাপ্তাই উপজেলা সমন্বয় কমিটির সভা বৃহস্পতিবার কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ "কিন্নরী"তে অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাচন অফিস এই সমন্বয় সভার আয়োজন করে। এতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।


কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এতে সভাপতিত্ব করেন। নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তারের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট, কাপ্তাইয়ের অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী,  কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিচ,  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, আনসার ভিডিপি কর্মকর্তা ঝরনা রানী দেব।


কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার সভার শুরুতে জানান,  আগামী ৯ জুন হতে ২৯ জুন-২০২২ পর্যন্ত কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নে বাড়ী বাড়ী গিয়ে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সম্পন্ন করার লক্ষ্যে নির্ধারিত ১৬ জন সুপারভাইজার এবং ৪৮ জন তথ্য সংগ্রহকারীদের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে এবং ৫ জুলাই হতে ২৩ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে ছবি তোলা হবে।
তিনি আরও জানান, বাংলাদেশ নির্বাচন কমিশন সারাদেশে ৪টি জেলার মোট ৩২টি উপজেলাকে রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হিসাবে চিহ্নিত করে বিশেষ এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে। এরমধ্যে কাপ্তাই উপজেলাকে রোহিঙ্গা অধ্যুষিত বিশেষ এলাকা হিসাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সুতরাং  রোহিঙ্গা জনগোষ্ঠীর কেউ যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে, সেইজন্য সকলকে সজাগ থাকতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত