কাপ্তাইয়ে ১৮ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার, জাতীয় উদ্যানে অবমুক্ত

Published: 01 Jun 2022   Wednesday   

রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকায় ১৮ ফুট দৈর্ঘ্যর একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার কাপ্তাই  জাতীয় উদ্যানের গভীর অরণ্যে উদ্ধার করা অজগর সাপটি অবমুক্ত  করা হয়েছে।


কাপ্তাই বন বিভাগ জানায়, গেল মঙ্গলবার কাপ্তাই উপজেলার নতুন বাজারের সমতাঘাট এলাকার কাশেমের বাসায় অজগর সাপটি লোকজন দেখতে পায়। পরে কাপ্তাই বন বিভাগকে খবর দেয়। এতে বন বিভাগের কর্মীরা ওই দিন রাতে সমতাঘাট এলাকার কােেশর বাসা থেকে ১৮ ফুট  দৈর্ঘ্যরে অজগর সাপটি উদ্ধার করে। উদ্ধার করা অজগরটির ওজন প্রায় ২২ কেজি। বুধবার উদ্ধার করা অজগর সাপটি  বন বিভাগের কর্মীরা কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত  করেছে।


বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান,  উদ্ধার করা ১৮ ফুট দৈর্ঘ্যের অজগর সাপটি পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বিভাগের বিভাগীয়় বন কর্মকর্তা ছালেহ মোঃ শোয়াইব খানের নির্দেশনায় বুধবার সকালে কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত  করা হয়েছে। --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত