আর্ন্তজাতিক মাসিক স্বাস্থ্য দিবস ২০২২ উদযাপিত

Published: 28 May 2022   Saturday   

“২০৩০ সালের মধ্যে মাসিককে জীবনের একটি স্বাভাবিক বিষয়ে পরিনত করা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  আর্ন্তজাতিক মাসিক স্বাস্থ্য  দিবস পালন করা হয়েছে।

 

দিবসটি উপলক্ষে শনিবার (২৮ মে) সকালে খাগড়াছড়ির স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা “তৃণমূল” এর উদ্যোগে দীঘিনালায়  উদাল বাগান উচ্চ বিদ্যালয় হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয় । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন সীমা দেওয়ান।   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং দীঘিনালা ইউনিয়ন চেয়ারম্যান  প্রজ্ঞান জ্যোতি চাকমা  এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউপি মহিলা সদস্যা ও ইউনিয়ন জেন্ডার ফোকাল পার্সন নিহারিকা চাকমা। 

আলোচনা সভায় বক্তারা বলে বলেন আজ যে দিবসটি উদযাপিত হচ্ছে সেটা অবশ্যই খুবই গুরুত্ব পূর্ণ বিষয় । নরী ও পুরুষ উভয়ের এ বিষয়ে অবশ্যই ধারনা থাকা দরকার । এক সময় মাসিক নিয়ে পরিবারে খোলামেলাভাবে আলোচনা করার সুযোগ ছিলনা। সমাজে এ বিষয়ে অনেক কুসংস্কার ছিল এখনো আছে, তবে আগের তুলনাই অনেক কমেছে ।  এখন  মা বাবারা আগের তুলনায় এখন অনেক সচেতন হয়েছে ।  ঘরে এবং ঘরের বাইরে নারীরা যাতে  এবিষয়ে স্বাচ্ছধ্য বোধ করে সেজন্য  সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এখন এবিষয় নিয়ে কাজ করছে ।  যার পরিপ্রেক্ষিতে নারীরা এখন বিভিন্ন ধরনের  স্বাস্থ্য সেবা পাচ্ছে  এবং সেবা নিতে আগ্রহী হচ্ছে ।  

সভায়  সভাপতিত্ব করেন উদাল বাগান উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক দেবতরু চাকমা।


---হিলবিডি২৫/সম্পদনা/এ,ই

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত