পাহাড়ে পরিত্যক্ত সেনা ক্যাম্পের স্থলে এপিবিএন মোতায়েনে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউপিডিএফ

Published: 26 May 2022   Thursday   

পাহাড়ে পরিত্যক্ত সেনা ক্যাম্পের স্থলে এপিবিএন ক্যাম্প মোতায়েনের পরিপ্রেেিত গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।


বৃহস্পতিবার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এই এই উদ্বেগের কথা জানানো হয়েছে।


প্রেস বার্তায় বলা হয়, মতাসীন দলের এ পদপেকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি লঙ্ঘন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবৈধ ‘১১দফা নির্দেশনার’র নতুন সংস্করণ। এতে সরকারি মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী বহাল তবিয়তে থেকে অপরাধ সংঘটিত করবে। অন্যদিকে সাধারণ পাহাড়ি ও নারীরা নিরাপত্তার হুমকির সম্মুখীন হবেন।


প্রেস বার্তায় স¤প্রতি লামায় রাবার ইন্ডাস্ট্রিজ লিঃ কর্তৃক ক্ষতিগ্রস্ত ম্রো ও ত্রিপুরাদের করুণ অবস্থা পরিদর্শন না করে রাঙামাটিতে নৌ বিহার এবং সেনা ক্যাম্পের স্থলে এপিবিএন মোতায়েনের ঘোষণাকে তিনি পাহাড়ি জনগণের সাথে নিষ্ঠুর তামাশা বলে দাবী করা হয়েছে।

--প্রেস বিজ্ঞপ্তি।

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত