পার্বত্য শান্তি চুক্তির আলোকে জেলা পরিষদগুলোর কাছে বিভিন্ন সরকারি সংস্থা হস্তান্তর করা হয়েছে-পার্বত্যমন্ত্রী

Published: 25 May 2022   Wednesday   

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি  বলেছেন, পার্বত্য জেলা পরিষদগুলোর উদ্যোগে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, জনস্বাস্থ্য, মৎস্য, যোগাযোগ এবং প্রাণীসম্পদ বিভাগের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে। পার্বত্য শান্তি চুক্তির আলোকে জেলা পরিষদগুলোর কাছে বিভিন্ন সরকারি সংস্থা হস্তান্তর করা হয়েছে। এগুলোতে স্ব স্ব বিষয়ে কারিগরী দক্ষতাসম্পন্ন জনবল রয়েছে। এদেরকে কাজে লাগিয়ে জেলা পরিষদগুলি এলাকার উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে কাজ করে যেতে পারে।


তিনি আরো বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে এ অঞ্চল আর পিছিয়ে পড়ে থাকবে না। এ অঞ্চল দেশের জন্য সম্পদে পরিণত হবে। বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য যে পরিকল্পনা নিয়েছে, তার আগেই আমরা এগিয়ে যাবো সর্বক্ষেত্রে।

বুধবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর এনেক্স ভবনে জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য, কর্মকর্তা এবং হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সভায় জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ছিলেন বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(উন্নয়ন) সত্যেন্দ্র নাথ সরকার। সভায় স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, সদস্য প্রবর্তক চাকমা।


এছাড়া আলোচনায় অংশ নেন সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তপন কুমার পাল, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্ত্ াডা: বরুন কুমার দত্ত, সমাজসেবা বিভাগের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ শাহজাহান এবং জেলা সমবায় কর্মকর্তা ইউসুফ হাসান চৌধুরী। এছাড়া জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা এবং হস্তান্তরিত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সভা শেষে মন্ত্রী জেলা পরিষদের নির্মাণাধীণ কালিন্দীপুর-হ্যাচারী সংযোগ সেতু পরিদর্শন এবং পরিষদের স্টাফ কোয়ার্টার উদ্বোধন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.


 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত