সেতুমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার পার্বত্য শান্তি চুক্তির প্রতিশব্দ ও ওয়াদা অরে অরে পুরণ করবে। ভূমি জটিলতা সমস্যা ছাড়া পাহাড়ী এলাকার সব সমাধান করা হয়েছে। পাহাড়ে এখনো হানাহানি মারামারি রক্তপাত চলছে তা অবশ্যই বন্ধ করতে হবে।
পদ্মা সেতুর ব্যয় নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্ধকারে ঢিল ছুড়ছেন বলে মন্তব্য করে বলেন, পদ্মা সেতু হয়ে গেছে, জুনে উদ্বোধন করা হবে। পদ্মা সেতু নিয়ে সারা বাংলার মানুষ যখন আনন্দে উচ্ছাসিত তখনই শুধুমাত্র বিএনপির মির্জা ফখরুলের বুকে ব্যাথা আর বিষ জ¦ালা ছড়িয়েছেন। তিনি আগামী নির্বাচনে আওয়ামীলীগের বিজয় ধরে রাখতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
মঙ্গলবার রাজধানীর ঢাকার নিজ ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাঙামাটির জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙামাটি ুদ্র নৃ- গোষ্ঠী সাংস্কৃতিক ইনিষ্টিটিউট প্রাঙ্গনে রাঙামাটি জেলা সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে অনুষ্টিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খাঁন এমপি, কেন্দ্রীয় উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম, তিন পার্বত্য জেলার মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা।
এর আগে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সম্মেলনের শুভ সূচনা করা হয়। সন্মেলনে জেলা আওয়ামীলীগে ২৪৬ জন কাউন্সিলর ছাড়াও জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যোগদান করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.