জেলা বিএনপির বিরুদ্ধে উপজেলা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

Published: 21 May 2022   Saturday   

 

 

 

 

জেলা বিএনপির বিরুদ্ধে উপজেলা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ খাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সাবেক কমিটি নেতৃবৃন্দরা।

 
শনিবার (২১ মে) দুপুরে রামগড় উপজেলা বিএনপির সাবেক কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম ভূঁইয়া নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলনে করেন।
 
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওয়াদুদ ভূঁইয়া কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে দলের গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বৈরাচারী কায়দায় নিজের খেয়াল-খুশি মতো পূর্বে প্রণয়নকৃত তালিকা অনুযায়ী কমিটি ঘোষণা করেন। যাহা দলের শৃঙ্খলা পরিপন্থী ও নীতি বহির্ভূত কাজ। যার ফলশ্রুতিতে এই জেলায় বিএনপি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে।
 
তিনি আরও বলেন, ওয়াদুদ ভূঁইয়া মূলত এসকল অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ড পরিচালনা করছেন শুধুমাত্র আমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য। আমার জ্ঞান হওয়ার পর থেকেই আমি বিএনপির সাথে সম্পৃক্ত। আমার মা সহ পরিবারের লোকজন বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছেন। আমার বাবা ব্যবসায়ী হওয়া সত্ত্বেও বৃদ্ধ বয়সে জেল খেটেছেন। আমাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। অনেক মামলা এখনো চলমান। এই অবস্থায় ওয়াদুদ ভূঁইয়া চাচ্ছেন আমি যাতে দল করতে না পারি। সেজন্যই তিনি এই চোরাগোপ্তা পকেট কমিটি করেছেন। আমি যাতে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে না পারি সেজন্য নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন তিনি। আমি এসকল কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 
 
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা বলেন, রামগড় উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠন করাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এই ক্ষোভ বিএনপির নেতাকর্মীদের বিভাজন সৃষ্টি হতে পারে বলে মনে করছেন সাধারণ কর্মীরা।
সৌজন্য সাক্ষাতের কথা বলে কিছু লোকজনকে রামগড় থেকে খাগড়াছড়ি নিয়ে সাবেক এমপি ও বর্তমান জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া গত ১৯ তারিখ পকেট কমিটি ঘোষণা করেন। যা নিয়ম বহির্ভূত বলে দাবি নেতাকর্মীদের। 
 
তারা আরও বলেন, অতীতেও তিনি এমন অনেক অনিয়ম করেছেন। যার বিষয়ে দলের কেন্দ্রীয় পর্যায়ে অভিযোগ করা হয়েছে। অভিযোগের তদন্ত হয়ে কেন্দ্রে রিপোর্ট জমা পড়েছে। দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আমার চাই কেন্দ্রীয় নেতারা এবারের অনিয়মের তদন্ত করে পকেট কমিটি বাতিল করে গনতান্ত্রিকভাবে গঠনতান্ত্রিক উপায়ে কমিটি গঠনের বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।
 
এ সময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপি`র সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হোসেন চৌধুরী, সহ-সভাপতি মুজিবুল হক, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক আবুল কাশেম, রামগড় পৌর বিএনপি`র সিনিয়র সহ-সভাপতি মোতাহের হোসেন মিলন প্রমুখ।
 
---হিলবিডি/সম্পদনা/ এ,ই

 

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত