আসন্ন রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে বৃহস্পতিবার মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের দিনে তিন মেয়র প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র মেয়র প্রার্থী আজিজুর রহমানের প্রার্থীতা বাতিল বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৫ জুন বাঘাইছড়ি পৌর সভার দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
জানা যায়, বৃহস্পতিবার গতকাল মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের দিনে ৩ জন মেয়র প্রার্থী মধ্যে মধ্যে স্বতন্ত্র মেয়র প্রার্থী আজিজুর রহমানের মনোনয়ন পত্রের মধ্যে শিক্ষাগত যোগ্যত ভূল তথ্য উল্লেখ ও প্রস্তাবকারী বা সমর্থণকারীদের না জানিয়ে তাদের নাম উল্লেখ করায় মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। এছাড়া অপর মেয়র প্রার্থী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ জমির হোসেন এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সমর্থিত ও বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাজার মনোনয়ন পত্র সঠিক বলে গণ্য করেছে নির্বাচন কমিশন। এছাড়া সাধারণ কাউন্সিলর প্রার্থী হিসেবে ২৩ জন ও সংরতি মহিলা কাউন্সিল পদে ৮ জনসহ মোট ৩৪ জন প্রার্থীর দাখিলকৃত মনোনয়ন পত্র সঠিক বলে গন্য করা হয়েছে। তবে ৮ নং ওয়ার্ডে প্রতিদ্বন্ধি কোন প্রার্থী না থাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএমন লারমা দলের সমর্থিত প্রার্থী রুবেল চাকমা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
বাঘাইছড়ি পৌর নির্বাচনে রির্টারিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকা খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান জানান, ৩ জন মেয়র প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী একজনের মনোনয়ন পত্রে শিক্ষাগত যোগ্যত ভূল তথ্য উপস্থাপণ ও প্রস্তাব বা সমর্থণকারীদের না জানিয়ে তাদের নাম উল্লেখ করায় তার মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষনা করা হয়েছে।
উল্লেখ্য, বাঘাইছড়ি পৌর সভা নির্বাচনে প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা হচ্ছে ১১ হাজার ১৭১ জন(পুরুষ ৫৮২০, মহিলা ৫৩৫১ জন)। মোট ভোট কেন্দ্র রয়েছে ৯ টি, মোট ভোট ক হচ্ছে ৩৮ টি। তার, অস্থায়ী ভোট ক সংখ্যা রয়েছে ৫ টি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.