২০ মে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিসিপি’র বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সাজেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা শাখার দপ্তর সম্পাদক কিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,সাজেকের বাঘাইহাট এলাকায় আয়োজিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (ইউপিডিএফ)-এর সংগঠক আর্জেন্ট চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য উজ্জ্বলা চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা শাখার সদস্য নবমিতা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সভাপতি কালো বরন চাকমা। স্বাগত বক্তব্য রাখেন পিসিপি বাঘাইছড়ি উপজেলা শাখার সদস্য অতুল চাকমা। সভা সঞ্চালনা করেন পিসিপি বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিউটন চাকমা ও জিতেন চাকমা।
আলোচনা সভা শুরুতে সকল আন্দোলন সংগ্রামে জীবন উস্বর্গকারীদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় অন্যান্য বক্তারা বলেন, পাহাড়ি ছাত্র পরিষদের ৩৩ বছর অতিক্রম করা কোন সহজ ছিল না। অনেক চড়াই-উৎরাই পার হয়ে, নানা ঘাত-প্রতিঘাত মোকাবিলা করে সামনে এগিয়ে আসতে হয়েছে এই সংগঠনকে। ছাত্ররাই হচ্ছে এই সংগঠনের মূল কান্ডারী। তাই ছাত্রদেরকেই এই সংগঠনের পতাকাতলে সমবেত হয়ে পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার আন্দোলন বেগবান করতে হবে।
--প্রেস বিজ্ঞপ্তি।
বার্তা প্রেরক,