রাঙামাটিতে টিসিবি পণ্য বিক্রয়ের উদ্বোধন

Published: 30 Mar 2022   Wednesday   

রাঙামাটি পৌরসভার ৭নং ওয়ার্ডে টিসিবি পণ্য বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩০মার্চ) সকালে পৌরসভা প্রাঙ্গণে এ টিসিবি পণ্য বিক্রয়ের কার্যক্রমের উদ্বোধন করেন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

এসময় সাবেক প্যানেল মেয়র ও বর্তমান ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দীন, ৭,৮,৯নং ওয়ার্ডের মহিলা আসনের নারী কাউন্সিলরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে আকবর হোসেন চৌধুরী বলেন, সারাদেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে জনসাধারণের যে দূর্ভোগ তা লাঘবে সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। তারই ধারাবাহিকতায় পৌর এলাকায় টিসিবি পণ্য বিক্রয় উদ্বোধন করা হয়েছে। আজ এবং আগামীকাল ৭নং ওয়ার্ডের ৩টি স্থান থেকে ২হাজার ৭শত জনের মাঝে পণ্য বিক্রয় করা হবে। তিনি আরো বলেন পর্যায়ক্রমে সকল ওয়ার্ডের প্রায় ১৭হাজার পরিবারের মাঝে এ পণ্য বিক্রয় করা হবে।

উদ্বোধন শেষে মেয়র ৭নং ওয়ার্ডের ৩টি কেন্দ্র পরিদর্শন করেন। এসময় প্রত্যেকটি কেন্দ্রেই ক্রেতাদের উপচে পড়া ভীর ল্য করা যায়।

প্রসঙ্গত: রাঙামাটির ১০টি উপজেলা ও ২টি পৌরসভায় ২৮ জন ডিলারের মাধ্যমে ৮৭ হাজার ৩৪০ পরিবারের মাঝে ৪৬০ টাকার প্যাকেজে ২ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল কিনতে পারছেন কার্ডধারী পরিবার।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত