খাগড়াছড়ির ২২ গুণীজনকে পার্বত্য জেলা পরিষদের সন্মাননা প্রদান

Published: 18 Apr 2015   Saturday   

বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলার প্রয়াত ও প্রবীন ২২ গুণীজনকে সন্মাননা দিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

 

খাগড়াছড়ি সরকারী হাইস্কুল মাঠে বৈসাবি মেলা মঞ্চে সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান সভাপতি কংজরী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন রিজিয়ন কমান্ডার স.ম. মাহবুব-উল-আলম, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এবং পুলিশ সুপার শেখ মোঃ মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সন্মাননা প্রদান উপ-কমিটির আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য মোঃ জাহেদুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান তরফদার।

 

সন্মাননা কমিটি সূত্রে জানা গেছে, সমাজের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ন অবদানের স্বীকৃতিস্বরুপ ৯ ক্যাটাগরিতে সর্বমোট ২২ গুণীজনকে সন্মাননা প্রদান করা হয়েছে। এর মধ্যে শিক্ষায় নবীন কুমার ত্রিপুরা (মরণোত্তর), অনন্ত বিহারী খীসা, মংশিপ্রু চৌধুরী, কৃষ্ণ কিশোর চাকমা (মরণোত্তর), মুক্তিযুদ্ধে সুলতান আহম্মেদ (মরণোত্তর)ও হাজী দোস্ত মোহাম্মদ চৌধুরী, শান্তি ও সম্প্রীতিতে হংস্বধ্বজ চাকমা (মরণোত্তর) ও নকুল চন্দ্র ত্রিপুরা। সমাজসেবায় নগেন্দ্র নারায়ণ ত্রিপুরা (মরণোত্তর), চাইলাপ্রু চৌধুরী, খুলরাম চাকমা এবং হাজী বাদশা মিয়া সওদাগর (মরণোত্তর)। সাহিত্য ও সংস্কৃতিতে অশোক কুমার দেওয়ান ও সুরেন্দ্র লাল ত্রিপুরা (মরণোত্তর), নন্দ রানী চাকমা এবং বরেন ত্রিপুরা। সাংবাদিকতায় বীর মুক্তিযোদ্ধা সুবোধ বিকাশ ত্রিপুরা ও তরুণ কুমার ভট্টাচার্য্য। নারী অধিকার সুরক্ষায় ইন্দিরা দেবী চাকমা ও শেফালিকা ত্রিপুরা। ক্রীড়ায় খোকন দত্ত (মরণোত্তর) ও কালাচাঁদ দেববর্মা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত