রাবিপ্রবিতে শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

Published: 22 Mar 2022   Tuesday   

 শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(রাবিপ্রবি) ২০২০-২০২১ ইং শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

 

ঝগড়াবিলস্থ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাডেমিক ভবনে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও জনাব মাহবুব আরা, সহকারী রেজিস্ট্রার (একাডেমিক), নৃপেন চাকমা, পিএসটু ভিসি (সহকারী রেজিস্ট্রার), মোহাম্মদ কামরুল হাসান, সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা  উপস্থিত ছিলেন ।  

 

এতে পাঁচটি বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা।এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়ম কানুন ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ।

 

উল্লেখ্য, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে নতুন বিষয় হিসেবে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি যুক্ত হয়েছে।

--প্রেস বিজ্ঞপ্তি।

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত