রাঙামটিতে আঞ্চলিক বেতার কেন্দ্রে মারমা ভাষায় স্থানীয় সংবাদ সম্প্রচারের উদ্বোধন

Published: 16 Apr 2015   Thursday   

বৃহষ্পতিবার বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রে স্থানীয় সংবাদ মারমা ভাষায় সম্প্রচার  অনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়েছে।

 

অনুষ্ঠানের উদ্ধোধক ও প্রধান অথিতির বক্তব্যে বাংলাদেশ বেতারের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কাজী আখতার উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ বেতার প্রতিষ্ঠা লগ্ন থেকে মাটি ও মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে পারলে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে। মানুষের চাহিদা অনুযায়ী সংবাদ পরিবেশন করতে পারলে বেতারের গুরুত্ব বাড়বে।

 

বাংলাদেশ বেতার উপ-মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রাঙামাটির আঞ্চলিক বেতার কেন্দ্রের পরিচালক মোঃ সালাহ উদ্দিন বেতার কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী ভাস্কর দেওয়ান বার্তা নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ কর্মী সুশোভন চাকমা উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। এছাড়াও বান্দরবান বেতারের কর্মকর্তাবৃন্দ রাঙামাটির আঞ্চলিক বেতারের কর্মকর্তা কর্মচারী শিল্পী ও কলাকুশলীবৃন্দ সহ উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে রাঙামাটির আঞ্চলিক বেতারের শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

বাংলাদেশ বেতারের মহাপরিচালক  বলেন বেতারের গুরুত্ব বাড়াতে হলে বার্তা বিভাগকে আরো বেশী সচেতনতার সাথে দায়িত্ব পালন করতে হবে। তবে বর্তমান সময়ে এটি একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জকে মোকাবেলা করে তৃণমুল পর্যায়ে বেতারের প্রয়োজনীয়তা মানুষের মাঝে পৌছাঁতে হবে।

 

তিনি আর বলেন, এ বেতার সংবাদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বাড়াতে বর্তমান সরকার বেতার সংবাদের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ভাষায় সংবাদ পরিবেশন করার উদ্যোগ গ্রহণ করেছে। এটি মধ্যে গতবছর এপ্রিলে রাঙামাটির বেতার কেন্দ্রে চাকমা ভাষায় স্থানীয় সংবাদ পরিবেশিত হচ্ছে। তার ধারাবাহিকতায় মারমা ভাষায় সংবাদ সম্প্রচার হবে। এভাবে পর্যায়ক্রমে আরো অন্যান্যা জাতি গোষ্ঠির ভাষায় সংবাদ পরিবেশনের উদ্যোগ নেয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত