পর্যটকদের কাপ্তাই হ্রদ ভ্রমনের পরিপূর্নতা দিতে রাঙ্গাতরী প্রমোদতরীর যাত্রা শুরু

Published: 16 Mar 2022   Wednesday   

রাঙামাটিতে পর্যটকদের কাপ্তাই হ্রদ ভ্রমনের পরিপূরনতা দিতে রাঙ্গাতরী নামে নতুন একটি হাউস বোট প্রমোদতরী কাপ্তাই হ্রদে যাত্রা শুরু করেছে।


জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বুধবার শহীদ মিনার এলাকায় পর্যটন নৌ অবতরন ঘাটে রাঙ্গাতরী নামে হাউস বোট উদ্বোধন করেন। এসময় জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট মোক্তার আহমেদ, রাঙামাটি প্রেস কাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, উদ্যোক্তা তোফায়েল আহমেদসহ রাঙামাটি ট্যুরিষ্ট পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর জেলা প্রশাসক প্রমোদ তরী বিভিন্ন দিক ঘুরে দেখেন।


উদ্যোক্তারা জানান, নির্দিষ্ট প্যাকেজে নৌ-ভ্রমণের রাঙ্গাতরীর মাধ্যমে ঘুরতে পারবেন বেড়াতে আসা পর্যটকরা। সুভলং ঝর্ণাসহ হ্রদ বেষ্টিত প্রাকৃতিক পাহাড়ি এলাকা ভ্রমনসহ হ্রদে রাঙ্গাতরীতে রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজ ও রাত্রী যাপনের ব্যবস্থা রাখা হয়েছে। রাঙ্গাতরীতে রয়েছে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সুবিধা, দুইজন করে থাকার জন্য ৬টি রুমে ৬টি খাট, দুইটি টয়লেট। রাঙামাটি ভ্রমণে পর্যটকদের স্বল্প বাজেটের মধ্যে সবচেয়ে মানসম্মত সার্ভিস দেয়া হবে বলে তারা জানান উদ্যোক্তারা।


জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সবুজ পাহাড়ে বেষ্ঠিত রাঙামাটির কাপ্তাই লেকের অতুলনীয় সৌন্দর্য উপভোগ করতে রাঙ্গাতরী পর্যটকদের মাঝে রাঙামাটি ভ্রমণের আনন্দ যোগাবে। কাপ্তাই হ্রদে নৌ-ভ্রমণে রাঙ্গাতরী পাহাড়ের পর্যটন উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবেও বলে তিনি আশা প্রকাশ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত