কাপ্তাইয়ে বিদ্যালয়ের টয়লেট থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্বার

Published: 12 Mar 2022   Saturday   

কাপ্তাই বিএফআইডিসি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত টয়লেট থেকে   অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।  শনিবার কাপ্তাই পুলিশ ফাঁড়ির সদস্যরা ত্রিশ ঊর্ধ্ব ওই মহিলার লাশ উদ্ধার করে।

 

বিদ্যালয়ের পিয়ন সাদ্দাম জানায়, স্কুল শিক্ষার্থীরা বিদ্যালয়ে খেলাধুলা করার সময় হঠাৎ টয়লেটের ভিতর কিছু একটা দেখতে পেয়ে তাকে খবর দেয়। এরপর সে টয়লেটে গিয়ে দেখে মুখমন্ডল থেতলানো, রক্তমাখা ও মুখ পোড়া এক মহিলার মৃত দেহ পড়ে আছে টয়লেটের ভিতর। তখন পিয়ন সাদ্দাম বিদ্যালয় চলাকালীন প্রধান শিক্ষক ইউসুফ মিয়াকে বিষয়টি জানায়। প্রধান শিক্ষক বিষয়টি নিশ্চিত হয়ে কাপ্তাই ফাঁড়ির পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ওইদিন বিকেলে লাশ উদ্ধার করে।

 

কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান জানান, লাশ দেখে মনে হচ্ছে, এটা কোন স্বাভাবিক মৃত্যু নয়। তবে তদন্তের পর জানা যাবে মৃত্যু রহস্য। লাশের কোন নাম, পরিচয় পাওয়া যায়নি। মৃত মহিলার শরীরে কাপড় পরা, কানে দুল, হাতে চুড়ি এবং বোরকা পরিহিত রয়েছে। বর্তমানে লাশ কাপ্তাই থানা হেফাজতে রয়েছে। রবিবার ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত