কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে পুলিশের এসআইসহ আহত ৩

Published: 12 Mar 2022   Saturday   

রাঙামাটি কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে পুলিশের এসআই সহ ৩জন আহত হয়েছেন। শুক্রবার রাতে  উপজেলা সদরে  পাগলা কুকুরটির আক্রমনের শিকার হন আহতরা।


এলাকাবাসীরা জানায়, শুক্রবার রাতে একটি পাগলা কুকুর কাউখালী থানার সামনে থেকে গিয়ে  হঠাৎ করে  পেছন থেকে অতর্কিতে কামড় দেয় থানার বাইরে দাড়িয়ে থাকা এস আই ওসমান গনিকে। কিছুক্ষন পর  কামড় দেয় কনেস্টেবল আজমলকে। এরপর পাগলা কুকুরটি দৌড়ে সেখান পালিয়ে যায়। পরে পুলিশের অন্য সদস্যরা আহত দুইজনকে উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এছাড়া পাগলা কুকুরটি  উপজেলা সদরের কচুখালী এলাকাতে গিয়ে আবারো এক ব্যবসায়ীকে কামড় দেয়। ওই ব্যবসায়ীর নাম জানা যায়নি। পরে এলাকাবাসী পাগলা কুকুরটি চারপাশ থেকে ঘিরে ধরে এবং মেরে ফেলে।


কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুইমিং প্রু রোয়াজা জানান,শুক্রবার রাতে পুলিশের এক এসআইসহ তিনজন পাগলা কুকুরের আক্রমনের শিকার হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা ও ইনজেকশন দেওয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত