লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন

Published: 07 Mar 2022   Monday   

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অমিত শক্তির উৎস ছিল এই ঐতিহাসিক ভাষণ"- এই প্রতিপাদ্যকে ধারণ করে  লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে ৭ ই মার্চ উদযাপিত হয়েছে। 

 

দিবসটি উপল‡ক্ষ ভোর ছয়টায় জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় বঙ্গবন্ধু মুরালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষ্যে প্রতিষ্ঠান মিলনায়তনে আলোচনা সভা, প্রমাণ্য চিত্র প্রদর্শন, দেয়ালিকা উন্মোচন, বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মো. আরিফ মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মো. আরিফ মাহমুদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে  বলেন, :বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পৃথিবীর কালজয়ী ভাষণগুলোর অন্যতম।পরাধীনতার শৃঙ্খলা ভেঙে মুক্তিকামী জনগণকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে এই ভাষণ ছিলো এক মহামন্ত্র।"

--প্রেস বিজ্ঞপ্তি।

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত