বান্দরবানে গুলিবিদ্ধ ৪ ব্যক্তির লাশ উদ্ধার

Published: 06 Mar 2022   Sunday   

বান্দরবানে রোয়াংছড়ি-রুমা সীমান্তের ফালিক্ষ্যং ঝিড়ি এলাকায় সাঙ্গু নদীর তীরে দু’পরে সশস্ত্র সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। শনিবার বিকালে এ ঘটনা ঘটেছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার সময় মগপার্টির একটি সশস্ত্র দল রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের নোয়াপাড়ায় উনুমং মারমা নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এক কর্মীকে গুলি করে হত্যা করে লাশ নিয়ে যায়। তারা নৌকায় করে রুমার দিকে যাওয়ার পথে ফালিক্ষ্যং ঝিড়ি এলাকায় প্রতিপ গ্রুপের হামলার মুখে পড়ে এবং দু’পরে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।  রোবববার সকালে পাড়াবাসী নদীর  পাড়ে  ৪জনের মৃত দেহ পড়ে থাকতে দেখে আইন-শৃংখলা বাহিনীকে খবর দেয়। পরে আইন-শৃংখলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে নিহতদের নাম জানা যায়নি।


বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার জানান, নিহত ৪ জনের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত