এইচএসসি পরীক্ষার পঞ্চম দিন কাউখালীতে বহিস্কার ৭

Published: 15 Apr 2015   Wednesday   

এইচএসসি পরীক্ষার পঞ্চম দিনে বুধবার অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের (নকল করার) দায়ে কাউখালী ডিগ্রি কলেজ কেন্দ্র হতে সাত শিক্ষার্থিকে বহিষ্কার করা হয়েছে।

 

বহিস্কৃতরা হলেন কাউখালী ডিগ্রি কলেজের শিক্ষার্থি মোঃ রাসেল উদ্দিন, নিলয় শাহা, কাঞ্চন চাকমা, রিপন চাকমা, নেশন চাকমা, মোঃ রিয়াজ ও ঘাগড়া কলেজের চন্দ্র শেখর চাকমা। এর আগে ইংরেজী প্রথম ও দ্বিতীয় পত্রে দুই শিক্ষার্থিকে একই অপরাধে বহিস্কার করা হয়।


এদের মধ্যে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতার দু’জনকে ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরিদর্শক দল পাঁচ জনকে বহিস্কার করেন।


কাউখালী ডিগ্রি কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষ আব্দুল কাদের তালুকদার ৭ শিক্ষার্থি বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত